চকরিয়া-লামা সড়কে যাত্রীবাহী যানবাহনে ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গহীন জঙ্গল থেকে ৫ ডাকাতকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে দেশীয় তৈরি বন্দুক, কার্তুজ এবং রামদা উদ্ধার করেছে।
মঙ্গলবার রাতভর ও গতকাল বুধবার সকালে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে চকরিয়া থানা পুলিশ।
জানা গেছে, গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে চকরিয়া লামা সড়কের রিংভং বনবিটের অদুরে পাহাড়ি এলাকায় যাত্রীবাহী একটি পিকআপভ্যানে ডাকাতি করে যাত্রীদের কাছে থাকা মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনার পরপরই চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ও বুধবার ১ অক্টোবর ২দিনব্যাপী ফাঁসিয়াখালীর গহীন জঙ্গল থেকে সন্দেহভাজনসহ ৫ ডাকাতকে গ্রেফতার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়। দীর্ঘ অভিযানের পর গহীন জঙ্গলের একটি গোপন আস্তানা থেকে ডাকাতদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কিরিচ, রশি, মুখোশসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উচিতারবিল মুসলিমনগর গ্রামের আবদুল মজিদের পুত্র আবুল কালাম (২৪), নজরুল ইসলামের পুত্র মোবারক আলী (২৫), ফতিয়াঘোনা এলাকার শফর মুল্লুকের পুত্র ফারুক (২৭), একই এলাকার ফয়েজ আহমদের পুত্র জিসান (২৩) ও বার্মাইয়া জসিম উদ্দিন (২৫)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘চকরিয়া-লামা সড়কটি পাহাড়ি ও বনাঞ্চল ঘেঁষা হওয়ায় ডাকাতরা প্রায়ই সুযোগ নেয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। গত রবিবার রাতে ডাকাতির ঘটনার পর পুলিশ ওই ডাকাতচক্রকে ধরতে অভিযানে নামে। গ্রেফতার হওয়া ৫ ডাকাতের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রুজু করা হবে।’