কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ৯ এমএম পিস্তলের পাঁচ রাউন্ড গুলিসহ মো. আমীন নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ওবিএম পোস্টে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক মো. আমীন বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আমির হাকিমের ছেলে।
বিজিবি জানায়, সীমান্ত সংলগ্ন এলাকায় অস্ত্র-মাদক কারবার নিয়ন্ত্রণসহ নানা অপরাধ দমনে টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ওবিএম চেকপোস্টে তল্লাশি চালায় বিজিবি। এসময় নৌকা করে এক রোহিঙ্গা যুবককে আসতে দেখে তাকে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তার কাছ থেকে ৯ এমএম পিস্তলের পাঁচটি গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, গুলি বিক্রির বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আটক ব্যক্তি। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.