বান্দরাবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আনা ৮০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের পশ্চিমকূল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
আটক মোহাম্মদ আলম (৩০) উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের মো. নুরুল হকের ছেলে।
লে. কর্নেল খায়রুল আলম বলেন, বৃহস্পতিবার ভোরে নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়।
এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।
এতে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
“ পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাচারকারিদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্যাগটি খুলে পাওয়া যায় ৮০ হাজার ইয়াবা। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.