
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মধ্যে প্রথমবারের মতো বৈধ সিম কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এর মাধ্যমে অবৈধ সিম ব্যবহারের মাধ্যমে সংঘটিত অপরাধ কার্যক্রম কমে আসবে বলে আশা করা হচ্ছে।
রোববার (১০ নভেম্বর) সকালে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (RRRC) কার্যালয়ের উদ্যোগে ইউনাইটেড কাউন্সিল অব রোহাং (UCR)-এর নির্বাচিত সভাপতি ও নির্বাহী কমিটির সদস্যদের হাতে প্রথম বৈধ টেলিটক সিম কার্ড তুলে দেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।
আরআরআরসি (RRRC)-এর তথ্যানুযায়ী, প্রথম পর্যায়ে বিভিন্ন শিবিরে ১০,০০০ টেলিটক সিম কার্ড বিতরণ করা হবে। পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়ানো হবে।
এসময় কমিশনার মিজানুর রহমান বলেন, “রোহিঙ্গাদের বর্তমানে ব্যবহৃত সব অবৈধ সিম কার্ড সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। কেবল বৈধ সিম কার্ড ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এটি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং অবৈধ সিম ব্যবহার করে পরিচালিত অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
সরকার আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা শিবিরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং ডিজিটাল যোগাযোগব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.