কক্সবাজার সদর উপজেলায় ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি রেস্তোরাঁকে ৯৫ হাজার টাকা, একটি বেকারিকে ৪০ হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জরিমানা করা হয়, আল্লারহ দান ফুড অ্যান্ড বেকারি (লিংক রোড) ৪০,০০০ টাকা, ক্যাফে নূর জাহান রেস্টুরেন্ট (বাস টার্মিনাল) ৫০,০০০ টাকা, সিয়াম রেস্টুরেন্ট (বাস টার্মিনাল) ২০,০০০ টাক, খাবার বাড়ি হোটেল (বাস টার্মিনাল) ২৫,০০০ টাকা, ভাই ভাই স্টোর (বাস টার্মিনাল) ১০,০০০ টাকা
ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, জরিমানার পাশাপাশি রেস্তোরাঁ মালিকদের স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে দোকান মালিককে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধ করার সতর্কতা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন খাবার পরিবেশন বা তামাকজাত দ্রব্যের প্রচারণা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা মনে করছেন, নিয়মিত নজরদারি ও আইনের কঠোর প্রয়োগে শহরে ভেজাল ও নিম্নমানের খাবার বিক্রি কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.