ঐতিহ্যবাহী গ্রামীণ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রামু, কক্সবাজার বাঁকখালী নদীতে। বৃহত্তর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর ক্রীড়া পরিষদের আয়োজনে খেলা শুরু হয় ‘জাজেস-রেডি-গো’ ঘোষণা ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে।
প্রতিযোগিতায় অংশ নেয় সুসজ্জিত নৌকা ও রঙিন পোশাকে সজ্জিত বিভিন্ন দল। খেলাধুলার উত্তেজনা উপভোগ করতে নদীর দুপাশে ভিড় জমে উৎসুক দর্শকদের। বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের গান আর বৈঠার আওয়াজ পুরো এলাকা প্রাণবন্ত করে তোলে।
এইবারের চ্যাম্পিয়ন হয়েছে ‘সূরন্ন বাইচ দল’। পুরস্কার বিতরণ করেন ফতেখাঁরকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মাহিন চৌধুরী ও অন্যান্য অতিথিরা।
আয়োজকরা জানান, নৌকা বাইচ শতবছরের পুরনো ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি গ্রামীণ ক্রীড়ার জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে চিহ্নিত।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.