কক্সবাজারে আমেরিকান নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেলকে (৫৪) যৌন নিপীড়নের ঘটনায় আসামি তারিকুল ইসলামকে (২২) সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন বিচারক।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক জেলা ও দায়রা জজ এস. এম. জিললুর রহমান এ রায় ঘোষণা করেন।
জানা গেছে, গত ১০ মার্চ ২০২৫ তারিখে কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হিলটপ সার্কিট হাউস ঊর্ধ্বমুখী ঢালু পাকা রাস্তায় যৌন হেনস্তার শিকার হন মার্কিন নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ও ক্লিনটন কিম্মেলের স্ত্রী। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার শাহিন টাওয়ার এলাকায় বসবাস করছিলেন।
ঘটনার পরপরই কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাত্র ৬ ঘণ্টার মধ্যে আসামি তারিকুল ইসলামকে (২২), পিতা ফরিদুল আলম ও মাতা হাসিনা, সাং-মোহাজেরপাড়া, কক্সবাজার পৌরসভা থেকে সনাক্তপূর্বক গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। কক্সবাজার সৈকত দর্শন
পরবর্তীতে ১২ মার্চ ২০২৫ তারিখে কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ১০ ধারায় অভিযোগপত্র (নং-১২৯) দাখিল করা হয়।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের পর আজ (১৯ আগস্ট ২০২৫) আদালত অভিযুক্ত তারিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় দেন। জরিমানা অনাদায়ে আসামিকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গ্রেপ্তারের তারিখ থেকেই এ রায় কার্যকর হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে। বর্তমানে আসামি কারাগারে রয়েছেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.