চট্টগ্রামের আনোয়ারা থেকে আখতার হোসেন (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার রাতে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর মহলখান বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আখতার হোসেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনি মেম্বারের ছেলে।
সেনাবাহিনী জানায়, আনোয়ারা আর্মি ক্যাম্প ও কর্ণফুলী থানা যৌথভাবে ক্যাপ্টেন কাউসারের নেতৃত্বে অভিযান চালিয়ে আখতারের বাড়ির একটি গোপন কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানে একটি নকল পিস্তল, ১২ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ৩টি সামরিক গ্রেডের ওয়াকিটকি সেট, ৩টি সামরিক কম্পাস, ২১টি মোবাইল ফোন, ৯৫টি সিম কার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ডসহ ১৮টি দেশীয় অস্ত্র ও নির্যাতনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর দাবি, আখতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ অপরাধী এবং তার বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানায় ১০টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আখতার হোসেনকে আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.