
কক্সবাজারের টেকনাফের গোদারবিল এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নুর আহম্মদ (২৫) নামে এক সন্ত্রাসীকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি মোবাইল ফোনসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
বিজিবি জানায়, গোদারবিল ও মেরিন ড্রাইভ এলাকায় একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে পর্যটক ও স্থানীয়দের ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজিতে জড়িত ছিল। অভিযান টের পেয়ে চক্রের মূল হোতা ইমাম হোসেনসহ কয়েকজন সদস্য পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “সীমান্তে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তায় বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।” আটক আসামির বিরুদ্ধে মামলা ও জব্দ অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.