ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধন মিয়া (৭৮) নামে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। উন্নত চিকিৎসার জন্য ওই বৃদ্ধকে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এই ঘটনা ঘটে। আহত ওই এলাকার মৃত কনাই মিয়ার ছেলে।
জানা যায়, অভিযুক্ত ছেলের নাম মাসুক মিয়া। নিজের নামে বাড়ি দখলে নিতে তিনি এ কাণ্ড ঘটিয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন। আহত ধন মিয়া বলেন, ‘আমার দুই স্ত্রীর দুই সংসার।
দুই স্ত্রীর সাত ছেলেকে আলাদাভাবে বাড়ি দিয়েছি। প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উশৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে। নিজবাড়িতে ঘর না করে সে বাবার বাড়ি অর্ধেক দখলে নিয়েছে। এখন পুরো বাড়ি দখল করে নিতে চায়। এ নিয়ে গতকাল সোমবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাড়ির কাছের মসজিদের সামনে আমাকে মাসুক কুপিয়ে আহত করে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাগালের ট্রমা সার্জন মো. সোলায়মান মিয়া বলেন, ‘হামলায় বৃদ্ধ ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে। এ ছাড়াও হাত ও পায়ের রগ কেটে গেছে।
উন্নত চিকিৎসার জন্য ওনাকে ঢাকায় পাঠানো হয়েছে।’ নাসিরনগর থানার ওসি মো. আজহারুর ইসলাম জানান, বিষয়টি তিনি জেনেছেন। তবে ওই বৃদ্ধের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ এখনো দেওয়া হয়নি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.