ভারতের দিল্লি ও মুম্বাই হাইকোর্ট বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পৃথক দুটি ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। হুমকি পাওয়ার পরই উভয় আদালত চত্বর খালি করে তল্লাশি শুরু হয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভিসহ ভারতীয় একাধিক গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার প্রথমে দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল করা হয়। এরপর একইভাবে মুম্বাই হাইকোর্টকেও হুমকি দেওয়া হয়। এতে উভয় আদালত এলাকাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় শুনানি। শুরু হয় হুড়োহুড়ি।
এজলাসে শুনানি শুরু হতেই বোমা হামলার হুমকি দিয়ে হাইকোর্টের অফিসিয়াল আইডিতে ইমেইল পাঠানো হয়। হুমকি আসতেই এজলাস থেকে উঠে যান বিচারক ও বাদী-বিবাদী সব পক্ষ। কোর্ট রুম থেকে বেরিয়ে যান আইনজীবীরাও।
খবর পেয়ে হাইকোর্ট চত্বরে পৌঁছে যায় দিল্লি পুলিশ ও বম্ব স্কোয়াড। পৌঁছেই আদালত চত্বরে তল্লাশি শুরু করে। একইভাবে মুম্বাই আদালত চত্বরেও তল্লাশি শুরু হয়।
দিল্লি পুলিশ জানিয়েছে, ইমেইলের বিষয় হিন্দিতে লেখা হলেও বাকি অংশ ইংরেজিতে লেখা হয়েছে। দুপুর ২টার পর তিনটি বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে।
পুলিশ আরও জানায়, কোন আইপি অ্যাড্রেস থেকে এই হুমকি পাঠানো হয়েছে, তা খোঁজা হচ্ছে। আপাতত দিল্লি ও মুম্বাই হাইকোর্টের সব কক্ষের শুনানি বন্ধ। আদালত প্রাঙ্গণে উপস্থিত সকলকে সরে যেতে বলা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে, গত ৯ সেপ্টেম্বরও দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবালয় এবং মৌলানা আজাদ মেডিকেল কলেজকে (এমএএমসি) বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.