1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :
শিরোনামঃ
এনসিপিকে বেগুন-বালতিসহ ৫০ প্রতীকের অপশন বিমানবন্দরে আখতার-জারার সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের ‘শাপলা’র পরিবর্তে অন্য প্রতীক বেছে নিতে এনসিপিকে চিঠি ইসির ডিবি থেকে ছেড়ে দেয়া হয়েছে ফ্যাসিস্ট ঢাবি ছাত্রলীগ সহ-সভাপতি মিরাজ ইরফানকে বিএনপির নেতাকর্মীরা কোনো দিন রাজপথ ছাড়েনি: টুকু আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর: মির্জা ফখরুল মালয়েশিয়ায় কোম্পানির অর্থ আত্মসাৎ করে ৩ বাংলাদেশি লাপাত্তা এনসিপির জেলা কমিটি থেকে দুই নেতার পদত্যাগ আওয়ামী লীগের অস্ত্র ব্যবসায়ীরা ইউপিডিএফ এলাকায় অবস্থান করছে জুলাই সনদে থাকছে শেখ মুজিবের একদলীয় শাসনের বিপরীতে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা

প্যারাসেলিং থেকে ছিটকে গিয়ে ঝাউগাছে ঝুলেছিলেন পর্যটক

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার পঠিত

কক্সবাজার সৈকতে রোমাঞ্চকর ‘প্যারাসেলিং’ নিয়ম না নেমে পরিচালিত হওয়ায় বারবার দুর্ঘটনার কারণে বিপদজ্জনক হয়ে উঠেছে।

এবার প্যারাসেলিং রাইডের সময়
ছিটকে পড়ে ঝাউবাগানের একটি গাছে দড়ির সাথে দীর্ঘ সময় ধরে ঝুলছিলেন এক পর্যটক।

গতকাল শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে দরিয়ানগর সংলগ্ন প্রেসিডেন্ট বীচ পয়েন্টে “স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস” পরিচালিত প্যারাসেলিং রাইডে এই ঘটনা ঘটে।

২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্যারাস্যুটের দড়িসহ লাইফ জ্যাকেট পরিহিত সেই পর্যটক ঝাউগাছের ডালে আটকা পড়েন। বিপদজনক এই পরিস্থিতিতে তিনি নিথর হয়েছিলেন, কিছু লোকজন নিচে দাঁড়িয়ে দেখছিলেন এবং এক ব্যক্তি গাছে উঠে তাকে উদ্ধার করার চেষ্টা করছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আল আমিন নামে স্থানীয় এক যুবক বলেন, ‘ তিনি অনেকক্ষণ যাবত গাছে ঝুলেছিলেন, অবস্থা দেখে মনে হচ্ছিলো পড়ে যেতে পারেন। পরে প্যারাসেলিংয়ের লোকজন তাকে নিচে নামিয়ে আনেন, এসময় তাকে আতংকিত মনে হচ্ছিলো।’

স্যাটেলাইট ভিশন সি স্পোর্টসের ম্যানেজার নুর মোহাম্মদ দাবী করেন, ঐ পর্যটক কোনো আঘাত পাননি।

তিনি বলেন, ‘ নিয়ম নির্দেশনা বলে দেওয়ার পরও তিনি তা অনুসরণ করেননি বলে এমনটা হয়েছে। আমরা তাকে নিরাপদে উদ্ধার করেছি, কোন আঘাত পাননি তিনি বরং নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন।’

বিষয়টি নজরে আসার পর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রোববার (৩১ আগস্ট) থেকে সৈকত এলাকায় পরিচালিত ৫টি প্যারাসেলিং প্রতিষ্ঠান’কে ঝুঁকিপূর্ণ এই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম খান বলেন, ‘ দুর্ঘটনায় পতির পর্যটক সুস্থ আছেন বলে জেনেছি। এঘটনার পর সৈকতের যেসব স্থানে প্যারাসেলিং চলে সবগুলো বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে, কেউ মানলে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ২০ মে ‘ফ্লাই এয়ার সি’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্যারাসেলিংয়ের সময় সমুদ্রের পানিতে পড়ে গিয়ে আহত হন এক নারী পর্যটক।

সেসময় ও প্রশাসন কার্যক্রম করার ঘোষণা দিলেও থামেনি প্যারাসেলিং পরিচালনা, এছাড়াও এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও আছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com