কক্সবাজারের রামু উপজেলায় রাজারকুল অসুস্থ একটি বন্য হাতির চিকিৎসা করতে গিয়ে বন বিভাগের দুই পশু চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, শুক্রবার দুপুরে বন বিভাগের একটি দল অসুস্থ হাতিটিকে চিকিৎসা প্রদান করতে গেলে হঠাৎ হাতিটি আক্রমণাত্মক আচরণ করে। এতে দুইজন চিকিৎসক গুরুতরভাবে আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বন বিভাগের এক কর্মকর্তা বলেন, "হাতিটির আচরণ আচমকা পরিবর্তিত হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে হাতিটিকে নিয়ন্ত্রণে আনার জন্য অতিরিক্ত জনবল কাজ করছে।"
উল্লেখ্য, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্য হাতির চলাচল এবং চিকিৎসা বন বিভাগের জন্য একটি নিয়মিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.