চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ার্ড জামায়াতের দুই নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (০১ অক্টোবর) দুপুরে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বিএনপিতে যোগ দেওয়া জামায়াতের দুই নেতা হলেন মিরসরাই সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ওহিদুল ইসলাম ও বাইতুল মাল সম্পাদক মোশাররফ হোসেন।
বিএনপিতে যোগ দেওয়া ওহিদুল ইসলাম ও মোশাররফ হোসেন বলেন, ‘আমরা আগে জামায়াত করতাম। বিএনপির সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভালোবেসে শাহীদুল ইসলাম চৌধুরীর হাত ধরে বিএনপিতে যোগদান করেছি। আমাদের কেউ চাপ সৃষ্টি করেনি। আমরা স্বেচ্ছায় বিএনপিতে যোগদান করেছি।’
মিরসরাই সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা ফারুক জানান, তারা অতীতে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। পরে জামায়াতে যোগদান করেন। শুনেছি আবার বিএনপিতে ফিরে গেছেন।
অনুষ্ঠানে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাজনীতির মাঠে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। দল যোগ্য লোকের হাতেই নমিনেশন তুলে দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমাদের কর্তব্য রাজপথ থেকে শুরু করে কুঁড়েঘরে পর্যন্ত ধানের শীষের প্রচার প্রচারণা চালিয়ে যাওয়া।’
অনুষ্ঠানে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপি নেতা মহিবুর রহমান মাফু, সাবেক যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন আজম, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ দুলাল, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম হারুন, যুবদল নেতা আমজাদ বাবু বক্তব্য রাখেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.