কক্সবাজারে র্যাব-১৫ এর অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী চক্র “মাহিন গ্রুপ”-এর দুই সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে র্যাবের একটি চৌকস আভিযানিক দল সদর থানাধীন ০৯নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনাপাড়া ও বাদশা ঘোনাপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
অভিযানে তাদের কাছ থেকে ০২টি দেশীয় তৈরি বন্দুক, ০১টি কিরিচ, ০১টি রামদা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার পৌরসভার দক্ষিণ ঘোনাপাড়ায় অবস্থিত মাহিন ফারাবীর বাড়িতে কিছু ব্যক্তি মাদক ও অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। অভিযানে উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ আবুল কাশেম ওরফে কালু (২০) কে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির পেছন থেকে একটি একনলা বন্দুক, একটি কিরিচ এবং একটি রামদা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে একই চক্রের আরেক সদস্য মোঃ ইমরান (১৯)-এর বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি দেশীয় এলজি ও একটি স্মার্টফোনসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার মোঃ আবুল কাশেম (২০) এবং কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের বাদশা ঘোনার মোঃ ইমরান (১৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।
উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.