
চট্টগ্রামের মিরসরাইয়ে ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নারী মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার শ্যামলী বাস কাউন্টারের সামনে অস্থায়ী চেকপোস্টে সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মাহমুদ হোসেনের মেয়ে জমিলা বেগম (২৫) ও শেখ রহমত উল্লাহর মেয়ে খুরশিদা বেগম (২৬)। পুলিশ জানায়, তল্লাশির সময় তাদের বহন করা দুটি ভ্যানিটি ব্যাগ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, আটক রোহিঙ্গা নারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.