উখিয়ার সোনারপাড়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্প-১৯ এর আওতাধীন চেকপোস্ট-১৯১ দিয়ে প্রবেশের সময় দুই রাউন্ড তাজা কার্তুজসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১২টা ৩০ দিকে ঘটনাটি ঘটে।
এপিবিএন সূত্রে জানা যায়, চেকপোস্ট-১৯১ দিয়ে প্রবেশের সময় লেদা ক্যাম্পের বাসিন্দা মৃত শাহ আলমের পুত্র সৈয়দ আলম (২০) সন্দেহজনক আচরণ করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশির সময় তার পরনের প্যান্টের ডান পায়ের হাঁটুর ভেতর অংশে এংলেটের সাহায্যে আটকানো দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পরে তাকে সোনারপাড়া পুলিশ ক্যাম্প-১৯ এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.