
দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো নিয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত বড় পরিসরের বিতর্ক উৎসবে দেশসেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন উখিয়ার মাশরাফুল ইসলাম ফাহিম।
ডিবেট বাংলাদেশের উদ্যোগে ডুয়েট ডিবেটিং সোসাইটির সহযোগিতায় গতকাল ১৪ ডিসেম্বর রাজধানীতে আয়োজিত প্রতিযোগিতার সমাপনীতে ফাহিমের হাতে 'ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট' পুরস্কার তুলে দেওয়া হয়।
ফাহিম অধ্যায়নরত সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউট সহ প্রতিযোগিতায় ২২ টি পলিটেকনিক ইনস্টিটিউট ও ১৬ টি কলেজ অংশ নেয়। সব বিতার্তিকদের পিছনে ফেলে ২৩৩ নম্বর পেয়ে সেরা বিতার্কিক নির্বাচিত হন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী।
নিজের অর্জনে উচ্ছ্বসিত ফাহিম ভবিষ্যতে এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ে সবার দোয়া চেয়েছেন।
ফাহিমের জন্ম উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডে, তার বাবা উখিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ ফরহাদ পেশায় ব্যবসায়ী এবং মা আয়েশা সুলতানা গৃহিণী।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.