কক্সবাজারের উখিয়ার ভালুকিয়া গ্রামে ধর্মীয় ও সামাজিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন চুমকি বড়ুয়া। তিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রেখেছেন সোহা ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুমকি বড়ুয়া স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে মুসলিম প্রথা অনুযায়ী স্থানীয় এক মওলানার উপস্থিতিতে ইসলামিক রীতিনীতি মেনে নাম পরিবর্তন করেন। নতুন নামকরণ শেষে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন উখিয়ার মুসলিম যুবক মুবিন উল্লাহর সঙ্গে।
এ সময় উভয় পরিবারের কিছু নিকটাত্মীয় উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বিয়েটি ইসলামী শরিয়াহ অনুযায়ী সম্পন্ন হয়েছে।
ইসলাম গ্রহণ ও বিয়ের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেউ কেউ একে ব্যক্তিগত অধিকার হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক দৃষ্টিকোণ থেকেও আলোচনা করছেন।
তবে, সোহা ইসলাম, পূর্বে চুমকি বড়ুয়া এক রিলেটিভ জানিয়েছেন, তিনি নিজের ইচ্ছাতেই ইসলাম গ্রহণ করেছেন এবং মুবিন উল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করেছেন।
এসব নিয়া তার পরিবারে মাথা ব্যথা নেই। সবাই সাপোর্ট করেছেন।
এ ব্যাপারে মুবিন উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি মিডিয়াকে সাক্ষাৎকার দিতে অনিচ্ছা প্রকাশ করেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.