কক্সবাজারে অনুমোদনহীন নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।
এরই প্রেক্ষিতে আজ বুধবার পৌরসভার সৈকত পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি তিনতলা ভবনের অংশবিশেষ ভেঙে অপসারণ করা হয়েছে।
কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম অভিযানটি পরিচালনা করেন।
কউক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কর্তৃপক্ষের অধিক্ষেত্রের মধ্যে অনুমোদন ছাড়া এবং অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে নির্মিত বা নির্মাণাধীন ভবনসমূহের বিরুদ্ধে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
কউকের অথোরাইজড অফিসার রিশাদ উন-নবী বলেন, শহরের সৌন্দর্য রক্ষা, পরিকল্পিত নগরায়ন এবং জনগণের সুরক্ষার স্বার্থে এই ধরনের অবৈধ নির্মাণ মেনে নেওয়া হবে না।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.