জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(০৫ আগস্ট) বিকেলে রাজাপালং জাদিমোরা এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে উখিয়া সদর স্টেশনে গিয়ে পথসভায় পরিণত হয়। র্যালিকে ঘিরে গোটা জাদিমোরা এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করে।
র্যালির শুরুতে জাদিমোরা এলাকায় বিপুল জনসমাগম ঘটে। এলাকাটি জনসমুদ্রে রূপ নেয়। নেতাকর্মীদের উচ্ছ্বাস ও স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। র্যালিটি রাজপথ প্রদক্ষিণ করে উখিয়া সদর স্টেশনে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ, শাহজাহান চৌধুরী। তিনি বলেন, জুলুমবাজ, মোকদ্দমাবাজ এবং ভোট বিহীন নির্বাচনে জয়ী হাসিনার পতনের এক বছর হয়েছে আজ। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য ছাত্রজনতা ও সকল রাজনৈতিক দল মিলে ১৬ বছর কষ্ট করতে হয়েছে। আমাদের সাথে সৈনিক ছিল এদেশের জনগণ। নানান ষড়যন্ত্র করে এই জাতীয়তাবাদী দলকে নিস্তব্ধ করে রেখেছিলো কিন্তু আমরা কখনো রাজপথ থেকে হটে যায়নি। রাজপথে থেকে আমরা সবকিছু মোকাবেলা করেছি। জিয়াউর রহমান ছিলো অত্যন্ত সৎ ব্যক্তি। তার আদর্শ ধারণ করে নেতাকর্মীদের রাজনীতি করার আহবান জানান শাহজাহান চৌধুরী।
তিনি আরও বলেন, এখানে অন্যায়কারী, লুটপাটকারী ও ভূমিদস্যুদের জায়গা হবে না। বিগত ৪০-৫০ বছরের রাজনীতির ইতিহাসে কোনোদিন লোভ, দুর্নীতি ও অন্যায় করিনি কারও সাথে। এখন এমন একটি সরকার বসেছে, আগে ছিলো ভারতের মোদির এজেন্ট শেখ হাসিনা, এখন এই ইউনুস সরকার কার এজেন্ট জানিনা, নাকি আমেরিকার ট্রাম্পের এজেন্ট তাও জানিনা। যদি বাংলাদেশের মানুষের এজেন্ট হয় তাহলে অতিসত্বর নির্বাচন দিয়ে এদেশের মানুষকে নির্বাচিত সরকারের স্বাদ পেতে দিন। অন্যতায় আপনার বিরুদ্ধেেও আমরা আন্দোলন করব।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক, সরওয়ার জাহান চৌধুরী বলেন, আজকে এই উপস্থিতি প্রমাণ করেছে উখিয়া উপজেলা শহীদ জিয়ার ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি। এই ঘাঁটিতে কেউ পা দিলে পা নিয়ে যেতে পারবে না। ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করে দিয়ে বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন তাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশে ষড়যন্ত্র করলে জিয়ার সৈনিকরা বসে থাকবে না।
র্যালিতে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব, সোলতান মাহমুদ চৌধুরী সমাপনী বক্তব্যের মাধ্যমে গণমিছিল ও পথসভার সমাপ্তি ঘোষণা করেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.