চট্টগ্রামের ফটিকছড়িতে যুক্তরাষ্ট্রের তৈরি একটি রিভলভার, তিনটি গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৩ টায় পৌরসভার চৌমুহনী বাজার নারায়ণ টেইলারিং শপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, পৌর সদরের চৌমুহনী বাজার এলাকায় কিছু দুষ্কিৃতিকারী অস্ত্র নিয়ে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে বিকেলে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন যুবক দৌড়ে পালানোর সময় নারায়ণ টেইলারিং শপে অস্ত্রগুলো ফেলে চলে যায়। দৌড়ে পালানোর সময় পুলিশ শাকিল নামে একজনকে ধরেও ফেলেছিল। কিন্তু পুলিশের সাথে হাতাহাতি করে সে দৌড়ে পালিয়ে যায়। পরে নারায়ণ টেইলারিং শপ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি রিভলভার, তিনটি বুলেট ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.