কক্সবাজারের রামুতে বজ্রপাতে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে রামুর গর্জনিয়া ইউনিয়নের খালেকুজ্জামান সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সিরাজুল হক (৩৫) গর্জনিয়া ইউনিয়নের জাউজপাড়া গ্রামের হাফেজ আহমদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকালে সিরাজুল হক স্থানীয় একটি জমিতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ আকাশে মেঘ জমে প্রবল শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান জানিয়েছেন, বিকেলে বজ্রপাতে সিরাজুল হকের মৃত্যুর বিষয়টি জেনেছেন। মৃতদেহ নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.