কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মিনি বাসসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাতে উখিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে কিলো-০৬ ডিউটি পার্টির এসআই সুমন দে ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন
মো. শফিকুল ইসলাম রুবেল (৩২), পিতা- হাবিবুর রহমান, মাতা- কামরুন নাহার বেগম, সাং- বালুখালী ০১নং ওয়ার্ড, পালংখালী ইউপি।
মো. নুরুল হাকিম (২৫), পিতা- মৃত শামসুল আলম, মাতা- তৈয়বা বেগম, সাং- বালুখালী ০১নং ওয়ার্ড, পালংখালী ইউপি।
উখিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইয়াবা ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.