উখিয়া আর্মি ক্যাম্পের যৌথ বাহিনী চেকপোষ্টে বিপুল পরিমান ইয়াবাসহ পিতা-পুত্র দুইজনকে আটক করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর) তারিখ বেলা ১২ টার দিকে উখিয়া আর্মি ক্যাম্প এর যৌথবাহিনী চেকপোষ্টে একটি সিএনজি তল্লাশি করতে গেলে সিএনজিটি নির্দেশনা অমান্য করে পালিয়ে যাবার চেষ্টা করে। এমন সময় চেকপোস্টে কর্তব্যরত সেনাসদস্য কর্তৃক সিএনজি চালক এবং তার সহযোগী যাত্রীকে আটক করা হয়।
পরবর্তীতে উক্ত সিএনজি তল্লাশি করে মোহাম্মদ হেলাল উদ্দিন এবং তার পিতা জালাল আহমদ প্রকাশ জলুকে সিএনজির পেছনে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৯৯৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে উদ্ধারকৃত ইয়াবা এবং মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.