কক্সবাজারের টেকনাফে জালিয়ারদ্বীপ এলাকায় নাফনদীতে ভাসমান ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার ইয়াবার আনুমানিক মুল্য সাড়ে ৭ কোটি টাকা।
এ অভিযানে মাদক মামলায় ৩ জনকে পলাতক আসামি করা হয়েছে। এরা হলেন হ্নীলা ইউনিয়নের জাদীমুরার মৃত সুলতান আহমদের পুত্র আব্দুর রহিম বাদশা (৪২), দমদমিয়া ৯ নম্বর ওয়ার্ড নুর আলমের পুত্র মো. আয়াজ প্রকাশ রুবেল (২৬) এবং একই এলাকার ইসমাইলের পুত্র জসিম উদ্দিন (২৫)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর ভোররাতে কয়েকটি অভিযানিক দল অপরাধীদের ধরতে নাফ নদীর বিভিন্ন কৌশলগত স্থানে ফাঁদ পাতে।
আন্তর্জাতিক সীমানা পার হয়ে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে সাঁতরে আসতে দেখা গেলে আগে থেকেই বিজিবির ওঁৎ পেতে থাকা নৌ-টহল দলগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে জালিয়ারদ্বীপ ও শোয়ারদ্বীপের মধ্যবর্তী জলসীমায় অভিযান শুরু করে।
মাদক কারবারিদের পালিয়ে যেতে দেখে বিজিবর নৌ-টহল দল তাদের ধাওয়া করলে পাচারকারীরা মাদকের প্যাকেটগুলো নদীতে ফেলে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
পানিতে ভাসমান ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করে নিয়ে আসে বিজিবি। অপরাধীরা সীমান্ত অতিক্রম করে মায়ানমার অংশে ঢুকে পড়ায় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.