1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :
শিরোনামঃ
রোহিঙ্গাদের জন্য আরও ৯৬ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়! শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে কোস্ট গার্ড বন্ধ হচ্ছে না কক্সবাজার সমুদ্রসৈকতে লাইফগার্ড সেবা মিয়ানমারে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচার, আটক ২৪ দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি চোরাকারবারি খালে ঝাঁপ দিলেও সীমান্তে ৮০ হাজার ইয়াবা জব্দ ইউএস বাংলা এয়ারলাইন্স কক্সবাজার জোনে “বেস্ট পার্টনার এ্যাওয়ার্ড” পেলো আল-তাসাফি ট্যুরস এন্ড ট্রাভেলস” দল হিসেবে জামায়াতের এখনো বিচার হওয়া উচিত: নুরুল কবির মিয়ানমার-আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টি করতে হবে

মহানবী (সা.) ও আয়েশা (রাঃ)-কে নিয়ে কটুক্তি, অভিুযক্ত যুবক গ্রেফতার

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রাঃ)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে প্রিতম দাস (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত প্রিতম ইছাপুরা বাজার এলাকার স্বপন দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে নজরে আসে। প্রিতমের ফেসবুক পোস্ট ও মন্তব্য দেখার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে ধরার সিদ্ধান্ত নেন। পরে এলাকা বাসি বিষয়টি পুলিশকে জানান। রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিতমকে হেফাজতে নেন। পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

স্থানীয় বাসিন্দা শান্ত বলেন, মধ্যরাতে আমরা দেখেছি—প্রিতম নামের ওই ব্যক্তি ফেসবুকে আমাদের নবী ও হযরত আয়েশাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। খবর জানালে জনসাধারণ ক্ষুব্ধ হয়ে ওঠে; বড়ভাই জাহাঙ্গীর থানায় খবর দেন এবং পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। আমরা চাই—এ ধরনের অবমাননার উপর দৃষ্টান্তমূলক ও কড়া শাস্তি হোক, যাতে কেউ ভবিষ্যতে এ রকম কাজ করার সাহস না করে।

স্থানীয় বাসিন্দা আকাশ মিয়া বলেন, আমার বাড়ি ইছাপুরা বাজারে। ফেসবুক দেখে জানলাম—প্রিতম আমাদের নবীজিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। বিষয়টি জানালে আমরা একত্রিত হয়ে মীমাংসার চেষ্টা করি; পরে থানায় জানালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা চাই—এ ধরনের অবমাননার প্রতিকার হিসেবে সর্বোচ্চ শাস্তি হোক

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, গতকাল ইছাপুরা নামক একটি জায়গায় ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত একটি ঘটনা ঘটে। রাত অনুমান ১১টার দিকে জানা যায়, প্রিতম দাস নামের একজন ব্যক্তি ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট ও কমেন্ট করেছে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণ তার বাড়ির সামনে ভিড় জমায়। খবর পেয়ে আমি ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই এবং প্রিতমকে হেফাজতে নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ)-কে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলে স্বীকার করে। আমরা প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করি এবং পুলিশ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় একটি মামলা রুজু করেছি। আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com