যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ক্রীড়া সংগঠক উসাই মং মার্মা ও কক্সবাজারের সহকারী অধ্যাপক ও সমাজকর্মী নুরুল আবছার সিকদার।
সোমবার রাজধানীর শাপলা হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নোবেল বিজয়ী ও দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১২ তরুণকে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া’সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বছর পাঁচটি ক্যাটাগরিতে মোট ১২ তরুণ এই সম্মাননা পান। পুরস্কারের মধ্যে ছিল এক লাখ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।
বান্দরবানের উসাই মং মার্মা ওরফে ছোট স্থানীয় ক্রীড়া অঙ্গন ও সমাজসেবায় সমানভাবে সক্রিয়। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত সম্প্রীতি যুব ফুটবল একাডেমি পাহাড় ও সমতলের তরুণদের এক প্ল্যাটফর্মে এনেছে। পুরস্কার হাতে নিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। বাবাকে খুব মনে পড়ছে। যতদিন বেঁচে থাকবো ক্রীড়া ও সমাজসেবায় কাজ করে যাব।”
অন্যদিকে, কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক ও কেন্দ্রীয় সায়মুন সংসদের সভাপতি নুরুল আবছার সিকদার দেশব্যাপী দ্বিতীয় স্থান অর্জন করে আলোচনায় এসেছেন। তিনি পুরস্কার পেয়ে বলেন, “এটি আমার জীবনের স্মরণীয় অধ্যায়। এই পুরস্কার আমি উৎসর্গ করছি কক্সবাজারবাসী, আমার মা-বাবা ও গাজাবাসীকে।”
স্থানীয়রা মনে করছেন, উসাই মং মার্মা ও নুরুল আবছারের এই অর্জন তরুণ সমাজকে নতুন করে অনুপ্রাণিত করবে এবং ক্রীড়া ও সেবামূলক কাজে তরুণদের সম্পৃক্ততা আরও বাড়াবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.