কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় আচারের প্যাকেটে লুকানো ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকারে যাত্রীবেশে থাকা মঞ্জুর আলম (১৯) কে আটক করা হয়। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা।
বিজিবি জানায়, সন্দেহ হলে প্রশিক্ষিত কুকুরের সহায়তায় তার ব্যাগ তল্লাশি করে ২৮টি বার্মিজ আচারের প্যাকেটে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুর জানান, টেকনাফের ইব্রাহিমের কাছ থেকে ইয়াবা নিয়ে কক্সবাজার পৌঁছানোর বিনিময়ে তাকে একটি স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি বলেন, “বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।” আটককৃত যুবক ও ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।