মায়ানমারে মাদকের বিনিময়ে খাদ্য ও সিমেন্ট পাচারের সময় বিপুল পরিমাণ পণ্যসামগ্রী ও পাচারকাজে জড়িত ৭ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০০ বস্তা ডাল, ১৪৭ বস্তা পেঁয়াজ এবং ৩৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
অভিযানে পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৭ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।