কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত খাল থেকে একটি এসএলআর (অস্ত্র) এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৭ আগস্ট (রবিবার) সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে পানির নিচে অস্ত্র-গুলি দেখতে পায়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে ১টি এসএলআর ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, সম্প্রতি আরাকান আর্মি সদস্যরা ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়ার সময় অস্ত্রগুলো খালে ফেলে যায়। কারণ, গত ১০ আগস্ট রাতে রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান আর্মির মধ্যে তুমুল সংঘর্ষের পর আরাকান আর্মির প্রায় তিন শতাধিক সদস্য সীমান্তবর্তী ক্যাম্প ছেড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় জানা যায়, পালিয়ে যাওয়া সদস্যদের মধ্যে একজন বাংলাদেশি, যিনি পার্বত্য নাইক্ষ্যংছড়ির গর্জবুনিয়ার বাসিন্দা। তিনি থাইংখালীর রহমতের বিল এলাকা হয়ে পালানোর সময় অস্ত্র ও গুলাবারুদসহ বিজিবির কাছে আত্মসমর্পণ করেন। পরে তাকে ৬৪ বিজিবি উখিয়া থানায় হস্তান্তর করে।