কক্সবাজারের টেকনাফে প্রায় ৪৭ লক্ষ টাকা মূল্যের স্বর্ণসহ দুইজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক নাফ নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ডিঙি বোট তল্লাশি করে প্রায় ৩০৪.৮৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ ৮৩ হাজার ৪৩৭ টাকা। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
জব্দকৃত স্বর্ণ, পাচারে ব্যবহৃত ডিঙি বোট ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।