উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে অভিনব কায়দায় লুকানো ৭ হাজার ২৫০ পিস ইয়াবাসহ এক মাদকপাচারকারীকে আটক করেছে বিজিবি।
বিজিবির তথ্যমতে, টেকনাফ থেকে কক্সবাজারগামী Suzuki Gixxer SF মোটরসাইকেলের পিছনের মাডগার্ডের ভেতর প্লাস্টিকের চারটি প্যাকেটে এসব ইয়াবা লুকানো ছিল।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ ইয়াহিয়া (৫৫)। তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) জানান, আটককৃত ইয়াবা, মোটরসাইকেল ও আসামিকে নিয়মিত মামলা দায়েরপূর্বক টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।