আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ধানের শীষের সমর্থনে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীর পুত্র ত্বওকী ফারদিন এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ কামাল চৌধুরীর পুত্র শাহ রিহাম কামাল চৌধুরী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী গণসংযোগ করেন তারা।
এসময় তারা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে শাহজাহান চৌধুরীর অতীতের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
শাহ রিহাম কামাল চৌধুরী বলেন, “মানুষ আজ পরিবর্তন চায়। বিএনপিই পারে জনগণের অধিকার ফিরিয়ে দিতে। ধানের শীষে ভোট দিয়ে উখিয়া-টেকনাফে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
ত্বওকী ফারদিন বলেন, “আমার বড় আব্বু শাহজাহান চৌধুরী অতীতেও মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তাই সবাইকে অনুরোধ করছি ধানের শীষে ভোট দিয়ে জয় নিশ্চিত করুন।”
স্থানীয় জনগণও এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং নির্বাচনী প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।