নানান সমালোচনার মুখে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসাইন বিদায় নিয়ে দায়িত্ব গ্রহন করলেন নবাগত অফিসার ইনচার্জ জিয়াউল হক।
বুধবার (২৭ আগস্ট) দুপুর দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী ওসি মুহাম্মদ আরিফ হোছাইন নবাগত ওসি মোঃ জিয়াউল হকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
সূত্র জানায়, বিদায়ী অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোছাইন বদলির আদেশে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি)-তে যোগদান করছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে উখিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন কক্সবাজার লাইন ও আর-এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জিয়াউল হক।
স্থানীয়রা আশা করছেন, নতুন ওসির নেতৃত্বে উখিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।