ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রামু শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ৮ জুলাই রামু বাইপাসস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি ও কক্সবাজার-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক সাইমুন শাকিব।
বক্তারা কৃতি শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে ইসলামী আদর্শে পরিচালিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।