আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত কক্সবাজার শহরের লালদীঘি পাড় ব্রাহ্ম মন্দিরের কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রায় ৫০ থেকে ৬০ জন উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জনাব মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জনাব হারুন অর রশিদ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ জনাব শাহজাহান চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট স্বামীম আরা স্বপ্না।
আলোচনায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব একটি সার্বজনীন উৎসব, যা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান যাতে কোনো অশুভ শক্তি বা বিভ্রান্তিমূলক কার্যক্রমের মাধ্যমে এই উৎসবকে ব্যাহত করতে না পারে।