কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিটের সেগুনবাগিচা এলাকায় চোরাই কাঠবাহী গাড়ি আটক করতে গিয়ে গাছচোরদের হামলায় বিট কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত হয়েছেন। রবিবার (২৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন বিট কর্মকর্তা নাজমুল ইসলাম, এফজি অলিউল ইসলাম, মো. হাসান, আয়াত উল্লাহ ও হাসান আলী।
বিট কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে সেগুনবাগিচায় অভিযান চালিয়ে চোরাই কাঠভর্তি অটোরিকশা আটক করা হয়। এসময় সংঘবদ্ধ গাছচোর সিন্ডিকেটের ৮-১০ জন সদস্য অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায় এবং গাড়ি নিয়ে পালিয়ে যায়। এতে তিনি ও আরও চারজন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করা গেছে এবং এ ঘটনায় মামলা হবে। স্থানীয় কয়েকজনও এ কাজে সম্পৃক্ত রয়েছে।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।