কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় চার সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (০১ অক্টোবর) চকরিয়া থানার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘী লামা-আলীকদম সড়কসংলগ্ন গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে ৮/৯ জনের সংঘবদ্ধ ডাকাতদল ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা-আলীকদম সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় তারা বান্দরবান লামা দিক থেকে আসা গাড়িগুলোর কাঁচ ভাঙচুর করে এবং যাত্রীদের মারধর করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে অভিযানের ধারাবাহিকতায় চকরিয়া থানা পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি, একটি দেশীয় লোহার পাইপগান, একটি তাজা কার্তুজ, এবং পাঁচটি বিভিন্ন সাইজের দা ও রামদা উদ্ধার করা হয়
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, ফাঁসিয়াখালী ইউপির অচিতার বিল এলাকার শহরমুল্লুকের পুত্র ওমর ফারুক, একই এলাকার ফয়েজের পুত্র মোহাম্মদ জিশান, জাকের আহমেদের পুত্র জসিম এবং মুসলিম নগর এলাকার নজরুল ইসলামের পুত্র মোবারক।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে আন্তজেলা ডাকাত দলের হয়ে চকরিয়া ও আশপাশ এলাকায় ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।