টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে এক অপহরণকারীকে গ্রেফতার এবং এক অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টেকনাফ সদর ইউনিয়নের মধ্যেম গোদারবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত আসামি হলো মোঃ রুবেল (২৫), পিতা মোহাম্মদ হাকিম, সাং-গোদারবিল, ৬নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি।
অভিযানে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় অপহৃত ভিকটিম আব্দুল মান্নান (২৫), পিতা নাছির আহমদ, সাং-দক্ষিণ গোলারপাড়া, ৬নং ওয়ার্ড, সাবরাং ইউপি।
পুলিশ জানায়, আসামি ও তার সহযোগীরা ভিকটিমকে অপহরণ করে মুক্তিপণ বাবদ তার পরিবারের নিকট ৫০ হাজার টাকা দাবি করেছিল। পরে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ।