কক্সবাজারের টেকনাফে আচারের প্যাকেটে লুকিয়ে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে টেকনাফ আল জামিয়া জামে মসজিদের নিকটস্থ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১০টা ৩৮ মিনিটে প্রেস ব্রিফিংয়ে বিজিবি-২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক উপ-পরিচালক আবু রাসেল সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
আটক দুই নারী হলেন— টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল গ্রামের মৃত দিল মোহাম্মদের স্ত্রী মমতাজ বেগম (২৬) এবং হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের মো. সেলিমের স্ত্রী জুহুরা বেগম (২৮)।
তাদের কাছ থেকে মোট ৪ হাজার ৭০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ১৪ লক্ষ ১১ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানায়, আটক দুই নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।