কক্সবাজারের টেকনাফে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ও একটি সিএনজি সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) ভোর রাত সাড়ে ৪টার দিকে টেকনাফ থানাধীন মহেষখালীয়া পাড়া সংলগ্ন টেকনাফ-কক্সবাজারগামী মেরিন ড্রাইভ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, টেকনাফ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ গাড়িটি গতিরোধ করে তল্লাশি চালিয়ে সিএনজির পিছনে গ্যাস সিলিন্ডারের কাটা অংশে বিশেষ কায়দায় লুকানো ৪ হাজার ইয়াবা উদ্ধার করে।
এসময় সিএনজির চালক ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ (২৬), পিতা- মোঃ ছলিম উল্লাহ, মাতা- রশিদা বেগম, সাং- লেজির পাড়া, ৫নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন, টেকনাফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।