কক্সবাজারের টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের তুলাতলি এলাকায় র্যাব-১৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল দীর্ঘ ২৪ ঘণ্টা ধরে ছদ্মবেশে অভিযান পরিচালনা করে। ২০ জুলাই বিকালে টেকনাফ সদর ইউপির ০৩নং ওয়ার্ডের তুলাতলি ঘাট এলাকায় জনৈক সুলতান আহমদের ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের নৌকা থেকে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি স্মার্টফোন ও ১টি বাটন ফোনও জব্দ করা হয়েছে। অভিযানের সময় আরও তিনজন সহযোগী পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন ১) মোঃ আব্দুস সালাম (৩৩),
২) মোঃ আব্দুল্লাহ (৩৫),
৩) মোঃ নজরুল ইসলাম প্রঃ কালু (৩৪),
৪) মোঃ সামছুল আলম (৫২)।
তারা সবাই টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলি এলাকার বাসিন্দা।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী চলমান অভিযান আরও জোরদার করা হবে।