1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :
শিরোনামঃ
চকরিয়ায় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার বাংলাদেশে ঢুকছে ২ লাখ কোটি টাকা জাল নোট: পোস্টে জুলকারনাইন মাথা কেটে অপারেশনে দুই মাসের হাবিবার মৃত্যু, সাংবাদিকদের বিরুদ্ধে উল্টো অভিযোগ চিকিৎসকের জামায়াত ক্ষমা না চাইলে ক্ষমতায় যেতে পারবে না: কাদের সিদ্দিকী এসএমপির নথি ফাঁস: বিব্রত পুলিশ, নেপথ্যে আ’লীগ দোসর মেধা তালিকায় নেই, বিশেষ সুবিধায় হলে থাকেন ছাত্রদল-শিবির-বাগছাসের ৪ চাকসু ও হল সংসদ প্রার্থী ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা ফারুকীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা কায়কোবাদ রেজুখাল চেকপোস্টে ইয়াবাসহ তিন পাচারকারী গ্রেফতার রোহিঙ্গাদের জন্য আরও ৯৬ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়!

ডিসি গোল্ডকাপে দর্শক তাণ্ডব, তদন্তে দুটি কমিটি গঠন

✍️ প্রতিবেদক: ডেস্ক নিউজ •

  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

কক্সবাজারে অনুষ্ঠিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দর্শকদের তাণ্ডব ও স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি পুলিশও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, খেলা শুরুর আগেই উত্তেজনা দেখা দেয়। ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক গ্যালারিতে প্রবেশ করে। দুপুর ২টার মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উত্তেজিত দর্শকরা প্রবেশ গেট ভেঙে মূল মাঠে ঢুকে পড়ে এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন শনিবার স্টেডিয়াম পরিদর্শন করে জানান, “তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর নেতৃত্বে হামলা ও ভাঙচুর নিয়ে কাজ করবে, অন্যটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত টিকিট বিক্রি ও কালোবাজারি নিয়ে তদন্ত করবে।”

তিনি আরও জানান, স্টেডিয়ামের বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ক্ষয়ক্ষতি নিরূপণে গণপূর্ত বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীন বলেন, “প্রায় ৫০ হাজার দর্শক মাঠে ছিল এবং বাইরে আরও হাজারো দর্শক অপেক্ষায় ছিল। এ অবস্থায় উত্তেজনা সৃষ্টি হয়। আমরা সর্বোচ্চ ধৈর্য ধরেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।”

সদর থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, “পুলিশের ওপর হামলার ঘটনাসহ সবদিক বিবেচনা করে মামলা নেওয়া হবে।”

দাঙ্গায় স্টেডিয়ামের ড্রেসিং রুম, প্রেসবক্স, গোলপোস্টসহ বহু স্থাপনা ভাঙচুর হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে পুলিশ, আনসার সদস্য ও দর্শক রয়েছেন।

জেলা প্রশাসন দ্রুত তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com