বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নে পারিবারিক কহলের জেরে বড় ভাইয়ের হাতে ছোট সৎ ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৩ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ৯টার দিকে ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর ঘুমধুম মেম্বারঘাটা এলাকায় শিফু বড়ুয়ার দোকানে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে ভাত খাওয়া নিয়ে বড় ভাই সুফন বড়ুয়া (২৯) ও ছোট সৎ ভাই সুকেল বড়ুয়ার (১৯) মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সুফন বড়ুয়া দোকান থেকে লেবু কাটা ছোরা এনে ছোট ভাইয়ের পিঠে আঘাত করে। এতে সুকেল বড়ুয়া গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহত সুকেলকে দ্রুত উদ্ধার করে কক্সবাজারের উখিয়া এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে রাত ১০টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সুকেল বড়ুয়া উত্তর ঘুমধুম ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দা রাধা কান্ত বড়ুয়ার ছেলে।
খবর পেয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল ঘটনাস্থলে গিয়ে ঘাতক সুফন বড়ুয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।