বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা হাসিনা ভাঙেনি, ভেঙেছে তার বাপ এবং বাংলাদেশের প্রথম ভোট চোর ও ব্যাংক ডাকাত শেখ মুজিব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত ‘১৫ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম ও ৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন—এই দেশে ভুয়া নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা-আমরা বলি শেখ হাসিনা করেছে। কথাটা সত্য না। এটা তার বাপ (শেখ মুজিব) করেছে। সে হলো তার সন্তান এবং সে পিতার উত্তরসূরি যে খন্দকার মোশতাককে জেতানোর জন্য হেলিকপ্টারে কুমিল্লা থেকে ঢাকায় ব্যালট বাক্স এনেছিল। এদেশের প্রথম ভোট চোর শেখ মুজিব।
এছাড়াও শেখ কামালের ব্যাংক ডাকাতির কথা উল্লেখ করে তিনি বলেন —এদেশের প্রথম ব্যাংক ডাকাতি করেছে শেখ কামাল। আর সেটি করেছেন শেখ মুজিবের অনুপ্রেরণায়। এই যে আপনারা (ব্যাংকারদের উদ্দেশ্যে) ডাকাতির মুখোমুখি পড়েছেন না? এটা শেখ হাসিনা করেছে। আর সেটা করেছেন শেখ মুজিবের পদ্ধতি অনুসরণ করে।
এসময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলানোর দাবি করে শামসুজ্জামান দুদু বলেন —গত ১৫ বছর শেখ হাসিনা যা দেখিয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য তার ফাঁসি হওয়া উচিত। গণহত্যার দায়ে তার ফাঁসি হওয়া উচিত। ব্যাংক ডাকাতির জন্য তার ফাঁসি হওয়া উচিত। দেশটাকে শেখ হাসিনা ফোকলা বানিয়ে দিয়ে গেছে । যেকোনোভাবে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। বিচার করে তার সাজা কার্যকর করতে হবে। এর কোনো বিকল্প নাই।
পিআরকে ‘পেয়ার’ হিসেবে উল্লেখ করে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন— বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য রক্ষাকবচ একমাত্র নির্বাচন। আর সেটি হতে হবে নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন। কেউ কেউ বলে পিআর, পিআর। পিআরতো না এটা হলো পেয়ার। এই পেয়ার মানে হলো সমন্বয় আরকি। পেয়ারের মাধ্যমে ভাগ বাটোয়ারা করে অল্প কিছু পদ পদবি নিয়ে বিরোধী দল হওয়ার চেষ্টা। এভাবে করলে নির্বাচন পাতানো হবে। আমরা তা চাই না।
জিয়া পরিষদ মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন বলেন— আগামী নির্বাচন যত সহজে জয় লাভ করবেন ভাবছেন, সেটা তত সহজ হবে না। বিএনপির বর্তমানে প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামী। তারা পিআর (সংখ্যানুপাতিক পদ্ধতিতে) নির্বাচনের কথা বললেও তারা প্রচার প্রচারণা চালাচ্ছে। তারা মিছিল করছে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। এমনকি তারা প্রার্থীর ছবি সম্বলিত পোস্টারও লাগাচ্ছে। তারা দুই ধরনের কাজ করছে। এটাকে বলব আমি মোনাফেকি। কিন্তু তারা প্রচারণা চালিয়ে গেলেও আমরা নিজেরা নিজেরা লড়াই করছি।
জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসির সভাপতি মো. সুজাউদ্দৌলার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন—জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মো. ওবায়দুল হক, অ্যাড. মোহাম্মদ সুলতান মাহমুদ ও ড. মো. ফজলুল হক প্রমুখ।