কক্সবাজারের মহেশখালী উপজেলায় কোস্ট গার্ড ও থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ এক কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে।
শনিবার (০২ আগস্ট) মধ্যরাত ৩টার দিকে মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন মহেশখালী এবং মহেশখালী থানা পুলিশের সদস্যরা।
আটক ব্যক্তির নাম জয়নাল, যিনি এলাকায় ‘হাতকাটা জয়নাল’ নামে কুখ্যাত। তার বয়স ৪২ বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিভিন্ন থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।
অভিযানে তার বাড়ি থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”