বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি)’র রেজুখাল বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আয়েশা নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি রামুর দক্ষিণ খুনিয়াপালং এলাকার বাসিন্দা।
সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ৩৪ বিজিবির একটি দল চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আয়েশাকে আটক করে। তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত নারী মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আয়েশার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।