কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার রাজাপালং আলিমোরা এলাকায় এ্যাম্বুলেন্স-সিএনজি ও টমটমের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার(২৫ জুলাই) সকাল ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন।
দূর্ঘটনায় আহত টমটমের যাত্রী ফাতেমা আক্তার জানিয়েছেন,” সকাল আনুমানিক ৮টার দিকে কক্সবাজার থেকে একটি এ্যাম্বুলেন্স সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে যাত্রী নামিয়ে দেওয়ার জন্য থামানো অবস্থায় থাকা টমটমের সাথেও ধাক্কা লেগে দুজন আহত হয় বলে জানা যায়। সিএনজি তে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়েছে বলে জানান তিনি।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দূর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় সিএনজিতে থাকা যাত্রীদের কক্সবাজারের দিকে নিয়ে যায়। দূর্ঘটনার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের দায়িত্বরত ইনচার্জ। তিনি জানান,” আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর দূর্ঘটনা কবলিত কোনো যানবাহন দেখিনি। হাসপাতালে গিয়েও কোনো আহত/নিহতের খবর পায়নি।”