কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ পশ্চিম বড়বিল এলাকায় বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত ৬ আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় গোল মেহের সহ ২জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ১৭ আগস্ট ৯জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা দায়ের করেন জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া এলাকার মীর জাফর(৪৮)। যার মামলা নং-৩৯। অভিযুক্তরা হলো রুমখাঁ পশ্চিম বড়বিল এলাকার নুর আহমদের ছেলে শফিউল বশর, সিরাজুল ইসলাম, মৃত আব্দুর রহমানের ছেলে কামাল উদ্দিন,মৃত ফকির আহমদের ছেলে জয়নাল আবেদীন, মৃত মকবুল আহমদের ছেলে নুর আহমেদ, মোহাম্মদ ফারুকের স্ত্রী জান্নাতুল ফেরদৌস, মোবারকের স্ত্রী উম্মে সালমা, নুর আহমদের মেয়ে আমিনা ফারজানা ও নুর আহমদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস।
হামলার ঘটনায় গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন গোল মেহের মারা যায়। মামলার বাদী মীর জাফর জানায়,” আমার বোনের ভোগদখলীয় জমিতে এসে জোরপূর্বক প্রবেশ করে সন্ত্রাসী কায়দায় হামলা করে গুরুতর আহত করে। এমতাবস্থায় চিকিৎসাধীন আমার বোন গোল মেহের মারা গেছে। উখিয়া থানা পুলিশের কাছে বিনীত অনুরোধ যারা আমার বোনের পরিবারের উপর হামলা করে মানুষ খুন করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন দে মুঠোফোনে জানান,” আসামি গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”